ছলা - কলা

কথা দেওয়া আর কথা রাখা, 
মেতেছ যেন এক নতুন খেলায়।
মন ভোলানোর সব প্যাঁচের কথায়,
ভোলাও কেন এমন ছলা কলায়?

মন হতে নিয়ে, তুই রে পাষাণ।
পোষণ করিস সে কোন বিধান? 
মন হতে তুই নাচাবি সবায়,
খেলবি যেমন জাগলিং খেলা হয়? 

মন নিয়ে যে এমন খেলা করো!
এই কলাকে কি তুমি শিল্প বল?

Comments