বোঝা না বোঝার বোঝা

আচ্ছা সত্যি করে বলবে আমায়, বুঝতে কি তুমি পারনি?
নাকি আমার মনের বেদনা টাকে, মুছতেই তুমি চাওনি।

সময়ের তালে আমার সামনে, জানি সরাসরি কিছু বলোনি।
তবে আগে ভাগে তুমি, সবে গড়ে ওঠা, আশাটাও ভেঙে দাওনি! 

প্রথম প্রথমে প্রত্যাশাগুলো, কেন পুরোপুরি মোছোনি?
প্রিয়তমা তুমি প্রণয়ের কথা, কেন বলোতো বোঝনি?

জানি বুঝেছ সবই! তবে আমায় কিছুই বোঝাওনি!
না না মিথ্যে বলোনা, 
নিজের কাছে নিজের সাথে নিকৃষ্ট কিছুই করোনি।

তবে আজ বুঝি সবই। 
তবু কেন বলো -
বোঝা না বোঝার এই বোঝাটাকে আমি,
নামাতে এখনও পারিনি।

Comments

Post a Comment