গ্রহণের খাওয়া দাওয়া
"মানুষ যাকে ভয় পায় তাকেই ভগবান বলে। পুজো করে তুষ্ট করতে। " সূর্যগ্রহণের দিনে বাড়ি বাড়ি চলছে পুজো, কাসর ঘণ্টার আওয়াজ পাওয়া যাচ্ছে। সকাল বেলা উঠে রান্না বান্না সব শেষ। সকলে তড়িঘড়ি খাওয়া দাওয়া সেরে, অপেক্ষা গ্রহণ কাটার। মাঝে খাওয়া যাবে না। গ্রহণ কাটার অপেক্ষা। প্রশ্ন করলাম, খাবো না কেন!? কি হবে খেলে। উত্তর : অত সত জানি না মানা আছে। জীবাণু সৃষ্টি হয়। অশুভ। ক্ষতি হয়। আমার শুধু একটাই প্রশ্ন। আমরা যখন ছোট ছিলাম স্কুল যাবো না বলে কান্না কাটি করতাম পড়তে বসবো না বলে কান্না জুড়ে দিতাম, তখন কেন আমাদের জোর করে স্কুলে পাঠানো হল। মানুষ করতে? যেগুলো জানতে আমাদের বাধ্য করেছিলে, সেগুলোই আবার অমান্য করতে বলছো। 🤷 তোমরা যেকোনো একটা দিকে যাও, যেকোন একটা বেছে নাও। হয় আমায় বই পড়ে সত্যি টা জেনে সেই মত চলতে দাও, নাহয় পড়াশোনা ছড়িয়ে দাও। এতদিন পড়ে তবে হল টা কি? সেটা যদি জিবনে কাজেই না লাগলো তবে কিসের জন্য সময় নষ্ট করলাম।🤷 আমি অতি উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষকে দেখেছি এই সব বিশ্বাসে অন্ধ হয়ে থাকতে। বিশ্বাস করুন এই ধর্মান্ধতা, অন্ধবিশ্বাস এগুলোর জন্যই দেশটা থমকে আছে। এগুলোর বি